ব্যাট করার সুযোগ পেলেন মাত্র ৯ বল। তার মধ্যে ৫টিকে পাঠালেন বাউন্ডারির বাইরে। ৪টি চার ও একটি ছক্কা। ৯ বলে অপরাজিত থাকলেন ২৬ রানে। সাকিব ঝড়ে শেষ মুহূর্তে অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকন্সের স্কোর দাঁড়ালো ৮ উইকেট হারিয়ে ১৬৬ রানে; কিন্তু তাতেও কোনো লাভ হলো না। সিপিএলের এলেমিনেটর রাউন্ডে নিকোলাস পুরান ও অ্যালেক্স হেলসের ব্যাটিং ঝড়ে ট্রিনবাগো নাইট রাইডার্সের কাছে ৯ উইকেটের হারে বিদায় নিলো সাকিবের অ্যান্টিগা। গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৬৬ রান করে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্স। জবাবে ১৭.৩ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ট্রিনবাগো নাইট রাইনডার্স এবং পৌঁছে যায় ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) কোয়ালিফায়ার-২ এ। ৫৩ বলে ৯০ রানের ঝোড়ো ইনিংস খেলে নিকোলাস পুরান ম্যাচ শেষ করে আসেন...