ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে (এসএসএমসি) ব্যানার টানানো ও পরে তা ছেঁড়াকে কেন্দ্র করে ক্যাম্পাসে চরম উত্তেজনা বিরাজ করছে। ব্যানার ছেঁড়ার ঘটনায় সম্প্রতি কলেজ কর্তৃপক্ষ তিনজন শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ এনে তদন্ত কমিটি গঠন করেছে। তবে শিক্ষার্থীরা অভিযোগকে অন্যায় আখ্যা দিয়ে একজোট হয়ে প্রতিবাদ জানিয়েছে। শিক্ষার্থীরা জানান, গত ৫ আগস্টের পর কলেজ ক্যাম্পাসে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ করা হয়। এরপরও সম্প্রতি রাজনৈতিক নেতাদের ছবি সম্বলিত ব্যানার টানানো হলে শিক্ষার্থীরা নামিয়ে ফেলেন। শিক্ষার্থীদের দাবি, অন্তত ৩০ থেকে ৪০ জন একসঙ্গে ব্যানার অপসারণে অংশ নিয়েছিলেন, অথচ তিনজনকে অভিযুক্ত করা হয়েছে। এসএসএমসির ৫২ ব্যাচের শিক্ষার্থী ফাহমিদুল ইসলাম বলেন, ‘আমরা প্রশাসনের ভূমিকা না দেখে নিজেরাই ব্যানার সরিয়েছি। এ জন্য যদি আমাদের অপরাধী বানানো হয়, তাহলে ৫ আগস্টের আন্দোলনও তো অপরাধ হিসেবে গণ্য করতে হবে।’ এদিকে অভিযুক্তদের...