আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপে শ্বাসরুদ্ধকর ম্যাচ জিতল বাংলাদেশ। শেষ ওভারের লড়াইয়ে আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে গ্রুপ পর্বে আপাতত টিকে রইল লিটন দাসের দল। এই জয়ের পর সুপার ফোর নিশ্চিত করতে নতুন সমীকরণের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ।ক্রিকেট সমর্থকরা এরই মধ্যে জেনে গেছে, আফগানদের বিপক্ষে শ্রীলঙ্কা জিতলে কোনো হিসাব-নিকাশ বাদেই সুপার ফোরে চলে যাবে বাংলাদেশ। তবে আফগানিস্তান জিতলেও সুযোগ থাকছে বাংলাদেশের। তবে সেক্ষেত্রে মিলতে হবে সমীকরণ।গ্রুপ পর্বের তিন ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট ৪। বর্তমানে ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলে দুইয়ে থাকা বাংলাদেশের নেট রান রেট -০.২৭০। শীর্ষে থাকা লঙ্কানরা এখনো ম্যাচ হারেনি। তাদের রান রেট +১.৫৪৬। অন্যদিকে, আফগানরা ২ ম্যাচ শেষে ২ পয়েন্টের পাশাপাশি নেট রান রেট +২.১৫০। গ্রুপের আরেক দল হংকং আগেই বিদায় নিয়েছে।শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচে আফগানরা বড় ব্যবধানে জিতলে নেট...