১. প্রকৌশল অধিকার আন্দোলনের পক্ষ থেকে ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে হত্যার হুমকি প্রদানকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা। ২. বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক তিন দফা দাবির পক্ষে পরিচালিত সব কার্যক্রম রাষ্ট্রীয়ভাবে অবিলম্বে বন্ধ করা। ৩. কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশের উত্থাপিত যৌক্তিক ছয় দফা দাবির রূপরেখা ও সুপারিশ অনুযায়ী পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা। আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, এর আগে আমরা ছয় দফা দাবিতে আন্দোলনে নেমেছিলাম। সরকার তা মেনে নিলেও এখনো বাস্তবায়ন করেনি। সেগুলো বাস্তবায়ন করতে হবে। অন্যদিকে বিএসসি ইঞ্জিনিয়াররা অযৌক্তিক তিন দফা দাবি তুলেছেন, সেগুলোর নিরসন জরুরি। দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক ছাড়ব না। রাজধানীসাতরাস্তা সড়ক অবরোধঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটকারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা সড়ক অবরোধ করেছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন সরকারি-বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে চার দফা...