আরো পড়ুন :শুল্ক নিয়ে আবারও ভারতের সঙ্গে আলোচনায় বসতে চান ট্রাম্প মোদি বলেন, ট্রাম্পের সাম্প্রতিক উদ্যোগ ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের পথে সহায়ক হতে পারে। এর আগে ট্রাম্প আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ওয়াশিংটনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন। গত ১৭ জুনের পর এটি ছিল মোদি-ট্রাম্পের মধ্যে প্রথম ফোনালাপ। সেই সময় ট্রাম্প দাবি করেছিলেন, তিনি ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি করিয়েছেন এবং এ প্রচেষ্টার সঙ্গে বাণিজ্য আলোচনার যোগসূত্র রয়েছে। তবে মোদি সেই দাবি প্রত্যাখ্যান করে জানান, ভারত-পাকিস্তান সম্পর্কের বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো মধ্যস্থতা হয়নি। সম্প্রতি ৬ সেপ্টেম্বর ট্রাম্প বলেছিলেন, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি ‘বিশেষ সম্পর্ক’ রয়েছে এবং দুশ্চিন্তার কিছু নেই। কয়েক ঘণ্টা পর মোদি ট্রাম্পের এই মন্তব্যকে কৃতজ্ঞতা জানিয়ে সমর্থন করেন। এরপর ১০ সেপ্টেম্বর ট্রাম্প বলেন, দুই দেশ বাণিজ্য প্রতিবন্ধকতা...