গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তৃতীয় দিনের মত সাক্ষ্য দিচ্ছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। এ মামলায় শেখ হাসিনা ছাড়াও আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন। ট্রাইব্যুনাল-১ এ চলছে সাক্ষ্যগ্রহণ। আজ এনিসিপির আহ্বায়ক নাহিদ ইসলামেরও সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। এরআগে, মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেন মাহমুদুর রহমান। তিনি এদিন বলেন, নির্বাচন কমিশন, পুলিশ, প্রশাসন—সবার সহযোগিতায় ফ্যাসিস্ট হয়ে ওঠেন শেখ হাসিনা। মেধাবী ও যোগ্যদের বাদ দিয়ে সরকারি নিয়োগে সরাসরি হস্তক্ষেপ...