এশিয়া কাপে ভারতের কাছে ৭ উইকেটে লজ্জাজনক পরাজয়ের পর পাকিস্তান দলকে ঘিরে সমালোচনার ঝড় উঠেছে। অবশ্য ম্যাচ শেষে দুই দলের মধ্যে হ্যান্ডশেক না হওয়া বিতর্ক যেন পাকিস্তানের বাজে পারফর্মেন্সকে অনেকটাই আড়াল করেছে। এবার ক্রিকেটারদের পারফর্মেন্স নিয়ে মুখ খুলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। একটি বেসরকারি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে আফ্রিদি শুধু দলকেই নয়, নিজের জামাতা শাহীন শাহ আফ্রিদিকেও কঠোর সমালোচনা করেছেন। ম্যাচে বল হাতে বেদম পিটুনি খেলেও লোয়ার অর্ডারে ব্যাট হাতে মাত্র ১৬ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংস খেলেন শাহীন। তার ইনংসের সৌজন্যেই পাকিস্তান ১০০ রানের গণ্ডি পার করতে পেরেছিল। কিন্তু আফ্রিদির চোখে এটা শাহিনের মূল কাজ নয়। পাকিস্তানের সাবেক এই হার্ডহিটার বলেছেন, ‘শাহীন রান করেছে, এতে দল ১০০ পার করেছে, এজন্য তাকে অবশ্যই ধন্যবাদ। কিন্তু আমি ওর কাছ থেকে...