আবু হোসেন বাবুর স্ত্রী জানান, তার স্বামীকে খাবার খাওয়ানোর সময় বিকট শব্দ হয়। এ সময় দেবর এগিয়ে গেলে তারা গুলি করে পালিয়ে যায়। দলের নেতাকর্মীরা জানান, স্টোকজনিত কারণে বিদেশে দীর্ঘ চিকিৎসার পর সম্প্রতি রাজনীতিতে সক্রিয় হচ্ছিলেন শেখ আবু হোসেন বাবু। বিস্ফোরণের ঘটনাকালে তিনি স্বপরিবারে বাড়িতেই অবস্থান করছিলেন। তবে কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এদিকে হামলার প্রতিবাদে বুধবার ( ১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের সরকারি বেলফুলিয়া কলেজের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। জেলা বিএনপির সদস্য সচিব শেখ আবু হোসেন বাবুর বাড়িতে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলের নেতারা। অবিলম্বে বিস্ফোরণকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন খুলনা...