যশোরে গোসল করতে নেমে নদীতে ডুবে গালিব হাসান (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার সদর উপজেলার লেবুতলা এলাকায় চিত্রা নদীতে এ ঘটনা ঘটে। গালিব সদরের লেবুতলা ইউনিয়নের গহেরপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে। যশোর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানাত বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানান, সকাল সাড়ে ১০টার দিকে গালিব অন্য শিশুদের সঙ্গে চিত্রা নদীতে গোসল করতে যায়। এক পর্যায়ে...