প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়েছে। কমিউনিটির সেক্রেটারি এইচ এম জাহিদ ইসলামের নেতৃত্বে সংগঠনের নেতারা এথেন্সস্থ বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি দেন। দূতাবাসে আনুষ্ঠানিকভাবে স্মারকলিপি গ্রহণ করেন গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, প্রবাসীরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন, নির্বাচনে অংশগ্রহণের অধিকার নিশ্চিত করতে হবে। কিন্তু এখনো সেই অধিকার থেকে তারা বঞ্চিত। প্রবাসীদের জন্য এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি, যা দেশের নাগরিক হিসেবে তাদের মৌলিক অধিকার।প্রবাসীরা নিয়মিত রাষ্ট্রীয় কোষাগারে রেমিট্যান্স পাঠিয়ে দেশের উন্নয়নে অবদান রাখলেও ভোটাধিকার থেকে বঞ্চিত।বর্তমান প্রবাসী সমাজের মধ্যে এই বিষয়টি নিয়ে গভীর ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। সরকারের প্রতি আহ্বান জানানো হয়, দ্রুত প্রবাসীদের ভোটাধিকার কার্যকর করার পদক্ষেপ...