চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট দেবেন না শতাধিক দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী। ব্রেইল বা আলাদা পদ্ধতিতে ভোট নেওয়াসহ চার দাবি মেনে না নেওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নির্বাচনে দৃষ্টিপ্রতিবন্ধীদের ভোটের সুযোগ না রাখাকে দুঃখজনক বলছেন প্রার্থীরা। আর চাকসু নির্বাচন কমিশন বলছে, আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া গেলে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। চাকসু ও হল সংসদ নির্বাচন সামনে রেখে উৎসবমুখর বিশ্ববিদ্যালয় ক্যাস্পাস। প্রায় ৩৫ বছর পর ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসু নির্বাচন। চবি প্রতিবন্ধী ছাত্র সমাজের সাবেক সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বলেন, দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের ব্রেইল বা আলাদা কোনো পদ্ধতিতে ভোটের দাবি জানালেও তা নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিষ্কার করে কিছু বলেনি। চাকসু ও হল সংসদের প্রার্থীরা বলছেন, নির্বাচনে দৃষ্টিপ্রতিবন্ধীদের ভোটের সুযোগ না রাখা...