জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা নভেম্বরের মধ্যেই সম্পূরক বৃত্তি পাবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান ড. এস এম এ ফায়েজ। বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার একটি প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎকালে এই তথ্য জানান তিনি।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এই সাক্ষাতের পর বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা দুই উৎস থেকে আবাসন বৃত্তির অর্থ পাবে। এর একটি অংশ আসবে অর্থ মন্ত্রণালয় থেকে এবং অন্যটি ইউজিসি থেকে। অক্টোবরের মধ্যেই ইউজিসি তাদের অংশ ছাড় করবে, যা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেয়া হবে।তিনি আরও বলেন, এ বছরের নভেম্বরের মধ্যে 'হিট প্রজেক্ট' থেকে আমাদের নারী শিক্ষার্থীদের জন্য আরও একটি বরাদ্দ দেয়া হবে।বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জকসু) নির্বাচন প্রসঙ্গে রিয়াজুল ইসলাম বলেন, জকসু নির্বাচনের জন্য ৩১ আগস্ট বিশ্ববিদ্যালয় যে নীতিমালা তৈরি করে, তা ইউজিসিতে...