১৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪১ এএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪১ এএম গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনে আটকা পড়া করতোয়া এক্সপ্রেস ও দোলনচাপা এক্সপ্রেসের যাত্রীদের খাবার ও পানি সরবরাহ করে মানবিক সহায়তা দিয়েছেন বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ও বিশিষ্ট ঠিকাদার সাগির খান। দু'টি ট্রেনে দীর্ঘ সময় আটকা পড়া যাত্রীরা ক্ষুধা ও পানির অভাবে অস্থির হয়ে পড়লে সাগির খান মানবিকতার হাত বাড়িয়ে দেন। তিনি নিজ উদ্যোগে খিচুড়ি রান্না করে যাত্রীদের জন্য খাবার ব্যবস্থা করেন এবং শিশু খাদ্য ও পানি নিয়ে তাদের পাশে দাঁড়ান। যাত্রী ও ট্রেনের স্টাফরা জানান, দুপুর থেকে ট্রেনে আটকা পড়ে আছেন। কখন ট্রেন ছাড়বে, তা নিয়ে দীর্ঘ সময় অপেক্ষায় ছিলেন তারা। এসময় ভীষণ ভোগান্তিতে থাকা শিশু ও বৃদ্ধসহ সকলের জন্য পানি ও খাবার বিতরণে এগিয়ে আসেন...