নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি এক আলোচনা অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক ও ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) নেতারা বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা ও নির্বাচন প্রসঙ্গে গুরুত্বপূর্ণ মতামত প্রকাশ করেছেন। অ্যাডভোকেট আবু হেনা রাজিব প্রশ্ন তুলেছেন, যারা গত নির্বাচনে বিশ্বাস করেননি তারা কেন নির্বাচন থেকে সরে আসেননি। তিনি বাংলাদেশের রাজনীতিকে দুই প্রধান দলের (আওয়ামী লীগ ও বিএনপি) দ্বৈত প্রতিযোগিতার মধ্যে বর্ণনা করেছেন, যেখানে এক দল সরকার গঠন করে আর অন্য দল শক্তিশালী বিরোধী দল হিসেবে কাজ করে। রাজিব বলছেন, একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ব্যবস্থা আনার মাধ্যমে গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করা সম্ভব হবে, যা জনমতকে শক্তিশালী করবে এবং পার্লামেন্টে শক্তিশালী বিরোধী দল গঠনে সহায়তা করবে। তিনি আনুপাতিক ভোটপ্রক্রিয়া (Proportional Representation) প্রবর্তনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এছাড়া, বিরোধী দলের অনুপস্থিতিকে জাতীয় সংকট যেমন রোহিঙ্গা ইস্যুর সঙ্গেও যুক্ত করেছেন, কারণ বিরোধী...