এশিয়া কাপে হাই-ভোল্টেজ ম্যাচে গতকাল মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও আফগানিস্তান। রুদ্ধশ্বাস লড়াইয়ে ৮ রানের জয় পায় লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ। শেষ পর্যন্ত ম্যাচে টিকে থাকলেও আফগানরা হেরে যায় গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হারের কারণ ব্যাখ্যা করেন আফগানিস্তানের প্রধান কোচ জনাথন ট্রট। ট্রট জানান, ইনিংসের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে আফগানিস্তান। সেই ধাক্কা সামলাতেই অনেকটা সময় লেগে যায়। পাশাপাশি তিনি বাংলাদেশের ফিল্ডিংয়েরও প্রশংসা করেন। সংবাদ সম্মেলনে ট্রট বলেন, আমার মনে হয় এখানে কয়েকটি বিষয় আছে, শুধু ব্যাটিং নয়। আমি মনে করি ফিল্ডিংয়েও আমরা খুব একটা ভালো ছিলাম না। বাংলাদেশ উড়ন্ত সূচনা পেয়েছিল এবং পাওয়ার প্লে শেষে তারা কোনো উইকেট না হারিয়ে ৫৯ রান তুলেছিল। অথচ আমরা ২ উইকেট হারিয়ে ২৭ রান করতে পেরেছিলাম। সুতরাং এটি একটি বড় পার্থক্য। বাংলাদেশের প্রশংসা...