বিশ্ব উষ্ণায়নে আমাদের অবদান খুবই সামান্য, কিন্তু ক্ষতির বোঝা বইতে হচ্ছে সবচেয়ে বেশি। তাই অভিযোজন ও প্রতিরোধমূলক পদক্ষেপ নিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আইবিএফসিআর-এর দ্বিতীয় ধাপ আমাদের অর্থনীতি ও জনগণকে আরও শক্তিশালী করবে। বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাব মোকাবিলায় সহনশীলতা বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে। দেশের অর্থনীতি ও মানুষের জীবনে ক্ষতি কমানো এবং ভবিষ্যৎ ঝুঁকি এড়াতে অর্থ মন্ত্রণালয় শুরু করেছে ‘ইনক্লুসিভ বাজেটিং অ্যান্ড ফিন্যান্সিং ফর ক্লাইমেট রেজিলিয়েন্স (আইবিএফসিআর)-এর দ্বিতীয় ধাপ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, এ কর্মসূচির লক্ষ্য হলো জলবায়ু ঝুঁকি মোকাবিলায় অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা জোরদার করা। বৈশ্বিক উষ্ণায়নের কারণে প্রতিবছর বাংলাদেশ প্রায় এক বিলিয়ন ডলারের ক্ষতির মুখে পড়ছে। সম্ভাব্য অভিবাসন, কৃষি উৎপাদনের ক্ষতি ও অর্থনৈতিক ক্ষয়ক্ষতি রোধ করতেই এ কর্মসূচি নেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ...