নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি নেপালে ভারতীয় সংবাদমাধ্যম 'রিপাবলিক বাংলা'র একজন সাংবাদিক জনরোষের শিকার হয়েছেন। চলমান গণঅভ্যুত্থান নিয়ে নেতিবাচক ও উসকানিমূলক মন্তব্য করায় এক নেপালি তরুণ তাকে চড় মেরেছেন এবং পরিচয়পত্র ছিঁড়ে ফেলেছেন। এই ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার গণমাধ্যম ও সামাজিক মহলে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে। 'রিপাবলিক বাংলা' এবং এর সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ বাংলাদেশে দীর্ঘদিন ধরেই বিতর্কিত। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে, এই চ্যানেলটি বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগত মিথ্যাচার, ভুয়া তথ্য প্রচার, উসকানিমূলক বক্তব্য এবং পক্ষপাতদুষ্ট প্রতিবেদন প্রকাশ করে আসছে বলে অভিযোগ রয়েছে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতাকে প্রশ্নবিদ্ধ করে সংবাদ পরিবেশন করার জন্য ময়ূখ রঞ্জন ঘোষকে বাংলাদেশের অনেকেই 'মলম বিক্রেতা' নামে আখ্যায়িত করেছেন। তাদের অভিযোগ,...