দুই দিনের সফরে যুক্তরাজ্যে গেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) গভীর রাতে তিনি লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দরে পৌঁছান। দায়িত্ব পালনকালে কোনো মার্কিন প্রেসিডেন্টের এটি দ্বিতীয় রাষ্ট্রীয় সফর, যা একটি নজিরবিহীন ঘটনা। এই সফরের মধ্য দিয়ে লন্ডন ও ওয়াশিংটনের ‘বিশেষ সম্পর্ক’ জোরদার হবে বলে আশা করা হচ্ছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের। প্রতিবেদনে বলা হয়, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই সফরের মাধ্যমে ভূরাজনীতি ও বিনিয়োগের দিকে আলোচনার মোড় ঘোরাতে চেষ্টা করবেন। সফরের আগেই যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ও যুক্তরাজ্যের অর্থমন্ত্রী র্যাচেল রিভস সম্ভাব্য অর্থনৈতিক চুক্তির কাজ অনেকটাই এগিয়ে রেখেছেন। তারা নিজেদের মধ্যে সহযোগিতা জোরদার করতে একটি ‘ট্রান্স–আটলান্টিক টাস্কফোর্স’ গঠনেরও ঘোষণা দিয়েছেন। স্টারমার এখন আর্থিক সেবা, প্রযুক্তি ও জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় গড়ে তুলে যুক্তরাজ্যকে আমেরিকান বিনিয়োগের প্রধান...