কেউ কেউ মনে করেন, আগের মতো চঞ্চল উপস্থিতি নেই লিওনেল মেসির। একেবারে অস্বাভাবিক না। বয়স বাড়ছে। তবু, থেমে নেই ছুটে চলা। ইন্টার মায়ামির জার্সিতে মাঠে নেমে গোলও করলেন মেসি। মেজর লিগ সকারে (এমএলএস) আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) সিয়াটল সাউন্ডার্সকে ৩-১ গোলে হারিয়েছে মায়ামি। ম্যাচে গোল পেয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে জর্দি আলবার গোলে ১২ মিনিটে এগিয়ে যায় মায়ামি। গোলের পর বেশ কিছু আক্রমণ করলেও গোল পায়নি দলটি। ৪১ মিনিটে জালের দেখা পান মেসি। ২-০ গোলে এগিয়ে বিরতিতে যায় মায়ামি। বিরতির পর আবারও এগিয়ে যায় স্বাগতিকরা। ইয়ান...