ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে শুরুতে পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নতুন মৌসুমের প্রথম ম্যাচে রিয়াল মুখোমুখি হয়েছিল অলিম্পিক মার্শেইয়ের। পিছিয়ে পড়েও কিলিয়াল এমবাপ্পের দুরন্ত ছন্দে আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) রিয়াল জিতেছে ২-১ গোলে। ম্যাচের ২২ মিনিটে টিমোথি উইয়াহর গোলে এগিয়ে যায় মার্শেই। সমতায় ফিরতে দেরি হয়নি রিয়ালের। ২৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন এমবাপ্পে। প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়। বিরতির পর ফিরে আগ্রাসী হয়ে ওঠে রিয়াল। একের পর এক আক্রমণে ব্যতিব্যস্ত করে তোলে মার্শেইকে। তবে, গোল পাওয়া হয়ে উঠছিল না। এর মধ্যে ৭২ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন দানি কার্ভাহাল। রিয়াল পরিণত হয় ১০ জনের দলে। সেখান থেকে আবারও ত্রাণকর্তা হয়ে আসেন এমবাপ্পে। ৮১ মিনিটে ফের পেনাল্টি পায় রিয়াল। লক্ষ্যভেদ করতে ভুল হয়নি ফরাসি তারকার। এটিই হয়ে...