চট্টগ্রামের চন্দনাইশে গ্যাস সিলিন্ডারের গোডাউনে বিস্ফোরণে অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৬টা ৫০ মিনিটে উপজেলার বৈলতলী ইউনিয়নের ইউনুস মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে চন্দনাইশ ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে আনে। চমেক বার্ন ইউনিটের প্রধান ডা. রফিক উদ্দিন আহমেদ জানান, বিস্ফোরণে দগ্ধদের সকাল ৮টা ২০ মিনিটে হাসপাতালে আনা হয়।...