একটি গণতান্ত্রিক দেশের অগ্রগতির মূল ভিত্তিই নির্ভর করে অর্থনীতির চালিকা শক্তির উপর। প্রতিবছর লাফিয়ে লাফিয়ে বাজেট মোটা তাজা হচ্ছে। বার্ষিক বাজেট লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে অনেক আগেই। বাজেটের পরিধি বেড়েছে, সঙ্গে সামগ্রিক মূল্যস্ফীতিও বেড়েছে আনুপাতিক হারে। বিভিন্ন সমীক্ষায় বিশেষ করে দেশের সব গণমাধ্যমে; এমনকি রাজনীতিবিদ, অর্থনীতিবিদ কিংবা সুশীল সমাজের বক্তব্য অনুযায়ী দুর্নীতির করাল গ্রাসে দেশ নিমজ্জিত। নতুন বাংলাদেশের নতুন সরকার দুর্নীতির বলয় থেকে বেরিয়ে আসার জন্য নানামুখী পদক্ষেপ নিয়েছে। কখনো কখনো দুর্নীতিতে বিশ্ব র্যাংকিং-এ এক নম্বর স্থানও অর্জন করেছে আমাদের বাংলাদেশ। কথায় কথায় উন্নয়নের মহাসড়কের ফিরিস্তি শুনতে পাচ্ছিলাম অহরহ। দেশের রিজার্ভ ৪০ বিলিয়ন ডলার থেকে ১৫ বিলিয়ন ডলারেও নামতে দেখেছে জনগণ। উন্নয়নের মহাসড়কে দেশের অর্থনীতিকে চলমান রাখার জন্য বছর বছর নতুন নতুন ট্যাক্সের চাকায় পিষ্ট হতে হয়েছে জনগণকে। অগণতান্ত্রিক...