শিশুদের চাচা মো. সাকিব হাসান জানান, সকালে উঠানে তাদের খেলা করতে দেখা যায়। পরে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। কিছুক্ষণ পর পুকুরে তাদের ভেসে উঠতে দেখা যায়। দ্রুত দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালেও একইভাবে মৃত ঘোষণা করা হয়। চান্দপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. আশরাফুল ইসলাম বলেন, বাড়িতে পুকুর থাকায় অভিভাবকদের আরও সচেতন হওয়া উচিত ছিল। এমন মৃত্যু সত্যিই মর্মান্তিক। দেবিদ্বার থানার ওসি ছামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক, তবে এ ঘটনায় কেউ কোনো অভিযোগ দেয়নি। সম্পাদক কর্তৃক দি সংবাদ লিমিটেড -এর পক্ষে ৮৭, বিজয়নগর, ঢাকা থেকে মুদ্রিত এবং প্রকাশিত। কার্যালয় : ৩৬, পুরানা পল্টন, ঢাকা-১০০০। কুমিল্লার দেবিদ্বার উপজেলায় বাড়ির পাশের পুকুরে ডুবে দুই বছরের চাচাতো ভাইবোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার...