দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। মাঠপর্যায়ের নেতাকর্মীরা সব সময় জনগণের আস্থা অর্জনে কাজ করে যাচ্ছেন।তবে দলীয় ভাবমূর্তি অক্ষুণ্ন রাখা এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সম্প্রতি পটুয়াখালী জেলা বিএনপির পক্ষ থেকে বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়েছে। নির্দেশনায় জানানো হয়েছে, জেলা থেকে শুরু করে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কোনো নেতাকর্মী স্থানীয়ভাবে সালিশ, দাঙ্গা-ফ্যাসাদ বা পক্ষপাতদুষ্ট মধ্যস্থতাকারী কার্যক্রমে জড়াতে পারবেন না। সংগঠনের কর্মকর্তারা মনে করছেন, স্থানীয় পর্যায়ে এই ধরনের কর্মকাণ্ডে জড়ালে দলীয় ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি জনগণের আস্থাও দুর্বল হয়ে যায়। তাই মাঠপর্যায়ের নেতাকর্মীদের শৃঙ্খলাবদ্ধ থাকা এখন অত্যন্ত জরুরি। নির্দেশনায়...