ভারতের রাজনীতির ইতিহাসে নরেন্দ্র দামোদরদাস মোদী এক অনন্য নাম। ১৯৫০ সালের এই দিনে গুজরাটের ছোট্ট শহর ভাদনগরে তার জন্ম। সাধারণ পরিবারে জন্ম নেওয়া এই মানুষটি একদিন ভারতের প্রধানমন্ত্রী হবেন-এমন স্বপ্ন হয়তো তার পরিবারের কেউই দেখেননি। কিন্তু নিজের ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম আর রাজনৈতিক দক্ষতায় তিনি বিশ্ব রাজনীতির অন্যতম আলোচিত নেতা হয়ে উঠেছেন। ছবি: নরেন্দ্র মোদীর ইনস্টাগ্রাম থেকে নরেন্দ্র মোদীর শৈশব কেটেছে দারিদ্র্যের মধ্যে। তার বাবা দামোদরদাস মুলচন্দ মোদী ছিলেন এক সাধারণ চা বিক্রেতা। ছোটবেলায় বাবাকে সাহায্য করতে তিনিও রেলস্টেশনে চায়ের দোকানে কাজ করতেন। সেখান থেকেই জীবনের কঠোর বাস্তবতা ও সাধারণ মানুষের দুঃখ-কষ্টকে কাছ থেকে দেখার সুযোগ পান। এই অভিজ্ঞতা পরবর্তীতে তার রাজনৈতিক জীবন ও সিদ্ধান্তে বিশেষ প্রভাব ফেলেছে। কৈশোরেই তিনি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক সংগঠন (আরএসএস)-এ যুক্ত হন। শৃঙ্খলা, পরিশ্রম আর সংগঠন চালনায়...