দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর আনুমানিক বয়স ৬৫ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে আজ বুধবার সকাল সাড়ে ৬টায় শহরের ঢাকাইয়া পট্টি এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান। ওসি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।...