আটবারের অলিম্পিক স্বর্ণজয়ী এবং সর্বকালের অন্যতম সেরা দৌড়বিদ উসেইন বোল্ট জানিয়েছেন, অবসর জীবনে তিনি আর আগের মতো ফিট নন। ৩৯ বছর বয়সী এই জ্যামাইকান কিংবদন্তি স্বীকার করেছেন, সিঁড়ি বেয়ে উঠলেই এখন তিনি হাঁপিয়ে যান। ২০১৭ সালে অবসরে যাওয়া বোল্ট এখন আর প্রতিযোগিতামূলক খেলাধুলায় অংশ নেন না। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বোল্ট বলেন, ‘না, আমি এখন আর দৌড়াই না। মূলত জিমেই অনুশীলন করি। তবে সেটাও খুব একটা আগ্রহ নিয়ে করি না। কিন্তু এতদিন পর বুঝছি আবার কিছুটা দৌড় শুরু করতে হবে। কারণ সিঁড়ি বেয়ে উঠলেই হাঁপিয়ে যাই! আমি যখন আবার নিয়মিতভাবে অনুশীলন শুরু করব, তখন হয়তো ট্র্যাকে কয়েক রাউন্ড দৌড়াতে হবে, যাতে দম ঠিক থাকে।’ বর্তমান জীবনযাপন সম্পর্কে বোল্ট বলেন, ‘আমি সকালে ঘুম থেকে উঠে বাচ্চাদের স্কুলে পাঠাই। যদি...