এই বছর গ্রীষ্মে ইউরোপ জুড়ে যে প্রচণ্ড গরম পড়েছে, তার অনেকখানি দায় মানুষেরই। বিজ্ঞানীরা বলছেন, সেই উত্তাপে যারা মারা গেছেন, তাদের মধ্যে প্রতি তিনজনের মধ্যে দুইজনের মৃত্যু ঘটেছে মানুষসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে। ৮৫৪টি বড় শহরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, জুন থেকে আগস্ট পর্যন্ত সময়ে ইউরোপে গরমজনিত কারণে ২৪ হাজার ৪০০ মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে প্রায় ১৬ হাজার ৫০০ জনের মৃত্যু হয়েছে অতিরিক্ত তাপমাত্রার কারণে, যা গ্রিনহাউস গ্যাসের জন্যই হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই বিশ্লেষণটি এখনও বৈজ্ঞানিক সমালোচনার (পিয়ার রিভিউ) জন্য জমা দেওয়া হয়নি, তবে এটি প্রতিষ্ঠিত গবেষণা পদ্ধতির ভিত্তিতে করা হয়েছে। গবেষণায় দেখা গেছে, জলবায়ু পরিবর্তনের কারণে ইউরোপের শহরগুলো গড়ে ২.২ ডিগ্রি সেলসিয়াস বেশি গরম ছিল এই গ্রীষ্মে। আর এই অতিরিক্ত উত্তাপ মৃত্যুর সংখ্যা অনেক বাড়িয়ে দিয়েছে।...