১৪ বছরের ক্যারিয়ার। ১০০ টেস্টের অভিজ্ঞতা। টানা ৯০ টেস্ট খেলার রেকর্ড। আট বছরের নেতৃত্ব। এতটা পথ পেরিয়ে ক্রেইগ ব্র্যাথওয়েট এখন দেখছেন, সামনে আর পথ নেই। টানা বাজে পারফরম্যান্সই তাকে নিয়ে এসেছেন এই অনিশ্চয়তার প্রান্তে। এখন তার আবার পথ খুঁজে নেওয়ার লড়াই। আপাতত তাকে ছাড়াই সামনের পথে ছুটবে ওয়েস্ট ইন্ডিজ। অভিজ্ঞ ওপেনার জায়গা পাননি ভারত সফরে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে। তার বদলে ফিরেছেন তেজনারাইন চান্দারপল। স্পিন খেলায় দক্ষতাকে ভাবনায় রেখে দলে ফেরানো হয়েছে আরেক ব্যাটসম্যান আলিক আথানেজকে। দ্বিতীয় স্পিনার হিসেবে স্কোয়াডে ঠাঁই পেয়েছেন এখনও টেস্ট না খেলা খ্যারি পিয়ের। ব্র্যাথওয়েটের বাদ পড়াটাই সবচেয়ে বড় খবর। এক সিরিজ আগেও তিনি ছিলেন দলের অধিনায়ক। তবে নিজের ও দলের ব্যর্থতার পথ ধরে নেতৃত্ব ছাড়েন গত মার্চে। এরপর জুন-জুলাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ দিয়ে নতুন টেস্ট...