পঙ্গু হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, সড়ক দুর্ঘটনায় যেসব রোগীর জীবন বাঁচানো সম্ভব হয়, তাদের একটি বড় অংশই আসেন ‘স্পটডেথ’ থেকে বেঁচে আসা অবস্থায়। বেশিরভাগ ক্ষেত্রেই মাথায় গুরুতর আঘাত, ওপেন ফ্র্যাকচার এবং আজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করতে হচ্ছে। প্রতিদিন হাসপাতালের ওয়ার্ডে নতুন নতুন আহত রোগী ভর্তি হচ্ছেন, আর তাদের পরিবারের সদস্যদের কান্নায় হাসপাতালের পরিবেশ ভারী হয়ে উঠছে। বিশেষজ্ঞরা বলছেন, সড়কে এই বিপজ্জনক যানগুলো নিয়ন্ত্রণে আনতে সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। বারবার সতর্ক করা হলেও কর্তৃপক্ষের উদাসীনতায় পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করছে। তাদের মতে, এখনই সমন্বিত পদক্ষেপ নেওয়া না হলে দুর্ঘটনার সংখ্যা কমার বদলে বাড়তেই থাকবে, আর প্রতি বছর হাজার হাজার মানুষকে অকালে প্রাণ হারাতে হবে। জরুরি পদক্ষেপ হিসেবে ব্যাটারিচালিত রিকশা-অটোরিকশার চলাচল সীমিত করা, নিবন্ধন ও মান নিয়ন্ত্রণ...