তবে বাণিজ্য বন্ধ থাকলেও আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তপথে পাসপোর্টধারী যাত্রী পারাপার ও কাস্টমসের দপ্তরিক কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন ইমিগ্রেশন ও কাস্টমস কর্তৃপক্ষ। আখাউড়া স্থলবন্দর সিআন্ডএফ ব্যবসায়ী মো. রাজীব ভূঁইয়া ও আখাউড়া স্থলবন্দরের মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারক মিয়া জানান, বিশ্বকর্মা পূজা উপলক্ষে বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে বলে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা বন্দরের ব্যবসায়ীরা আগেই চিঠি দিয়ে জানিয়েছেন।আরও পড়ুনআরও পড়ুনজাদুকাটার ১১০ কোটি টাকার বালি পাথর সরানোর আয়োজন বৃহস্পতিবার সকালে ত্রিপুরায় মাছ রফতানির মধ্যদিয়ে ফের বাণিজ্য কার্যক্রম শুরু হবে বলে আখাউড়া স্থলবন্দরের মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া নিশ্চিত করেছেন। আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন ইনচার্জ আব্দুস সাত্তার জানান, আখাউড়া স্থলবন্দরে সকাল থেকে দু'দেশের মধ্যে বাণিজ্য বন্ধ থাকলেও এ পথে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক...