মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ঐতিহাসিক দ্বিতীয় রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন। এ সফরে থাকছে রাজকীয় আয়োজন, বাণিজ্য আলোচনা আর আন্তর্জাতিক রাজনীতির নানা কর্মসূচি। যুক্তরাষ্ট্র থেকে এয়ারফোর্স ওয়ানে রওনা হওয়ার আগে ট্রাম্প সফরকে বড় এক সম্মান বলে বর্ণনা করেন। তিনি বলেন, ‘যুক্তরাজ্যের সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো। ’ ট্রাম্প বলেন, ‘তারা চায় বাণিজ্য চুক্তিটা আরেকটু ঝালিয়ে নিতে… আমি তাতে সাহায্য করতে প্রস্তুত। ’ সফরের শুরুতেই কয়েকশ কোটি ডলারের প্রযুক্তি বিনিয়োগের ঘোষণা আসে। তবে ট্রাম্পের মতে, সফরের আসল উদ্দেশ্য তার ‘বন্ধু’ রাজা চার্লসের সঙ্গে দেখা করা। তিনি বলেন, ‘রাজা তার দেশকে দারুণভাবে উপস্থাপন করেন। তিনি ভদ্র ও মার্জিত একজন মানুষ। ’ স্ট্যানস্টেড বিমানবন্দরে নামার পর রানওয়ের সারিতে দাঁড়িয়ে থাকা কর্মকর্তারা প্রেসিডেন্ট ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। তাদের মধ্যে ছিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইয়েভেত্তে কুপারও।...