ফরিদপুরের ভাঙ্গায় পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আফসার শেখ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নওপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পূর্ব পাশের বিলে গোসল করতে গিয়ে আফসার শেখের নাতি ছেলে সুমন ফকিরের সঙ্গে প্রতিবেশী নজরুল কাজীর ছেলের হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জের একই দিন বাড়িতে ফিরে আসার পরে আবারও সুমনকে মারধর করে নজরুল কাজীর ছেলে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে মারধরের বিষয়ে প্রতিপক্ষের কাছে জানতে চান আফসার শেখ। এসময় প্রতিপক্ষের লোকজন উত্তেজিত হয়ে...