ডাকসু-জাকসুর পর এবার রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে নজর দেশবাসীর। আগামী ২৫ সেপ্টেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে। রাকসু নির্বাচনে এবার লড়ছে ৯টি প্যানেল। এর মধ্যে ছাত্রদল ও ছাত্রশিবিরই কেবল পূর্ণাঙ্গ প্যানেল দিয়েছে। মূল লড়াইটাও ছাত্রদল-শিবিরের মধ্যেই হবে বলে মনে করছেন শিক্ষার্থীরা। ছাত্রদল সমর্থিত প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে লড়ছেনশেখ নূর উদ্দীন আবীর। তিনি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং রাবি ছাত্রদলের সহ-সভাপতি। রাকসু নির্বাচন সামনে রেখে জাগো নিউজের সঙ্গে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন নিজস্ব প্রতিবেদকআল-আমিন হাসান আদিব। জাগো নিউজ: ডাকসু-জাকসুতে ছাত্রদলের ভরাডুবি হয়েছে। ছাত্রদলের প্যানেল থেকে কেন্দ্রীয় সংসদে কেউ একটি পদেও জয়ের দেখা পাননি। রাকসুতে শিক্ষার্থীদের কেমন সাড়া পাচ্ছেন? শেখ নূর উদ্দীন আবীর:ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিবেশ-পরিস্থিতির বিস্তর তফাৎ। সুতরাং, সেখানে কেমন...