ঢাকা: সবাই যেন নির্বিঘ্নে দুর্গোৎসব পালন করতে পারে এজন্য নিরাপত্তা জোরদার নিশ্চিতের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মহিলা পরিষদ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বৈচিত্র্যকে সম্মান করি, সাম্প্রদায়িকতা পরিহার করি, সম্প্রীতি বজায় রাখি’- এই বিষয়টির আলোকে আয়োজিত এক মানববন্ধন থেকে এ আহ্বান জানানো হয়।মানববন্ধনে বক্তার বলেন, বক্তারা বলেন, বাংলাদেশ মহিলা পরিষদ সবসময় দেশের বৈচিত্র্যকে ধারণ করেছে, বৈচিত্র্যকে এগিয়ে নিয়ে গেছে। আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে যেকোনো ধরনের অরাজকতা প্রতিহত করতে সরকারকে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে তারা আরো বলেন সাম্প্রদায়িকতাকে পরিহার করতে হবে; বাংলাদেশের পতাকাতলে আমরা সবাই , কাজেই আমরা সবাই একই দেশের মানুষ।তারা বলেন, সাম্প্রদায়িকতা কখনোই প্রকৃত উন্নয়ন নিয়ে আসেনা। উৎসব মানে আনন্দ। কিন্তু আনন্দের পরিবর্তে আমরা অনেক সময় নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকি। যা কোনোভাবেই কাম্য নয়। সত্যিকার অর্থে আনন্দপূর্ণ পরিবেশে উৎসব...