দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ১১:১৯:৩৭ NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। বগুড়া: দুপচাঁচিয়ায় আজ শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত। স্থাপত্য, শিল্প, সৃষ্টি, নির্মাণই তার কর্ম। দেবশিল্পী বিশ্বকর্মা বৈদিক দেবতা। শাস্ত্রমতে, দেবগুরু বৃহস্পতির ভগিনী যোগসিদ্ধা এবং অষ্টম বসু প্রভাসের পুত্র হলেন বিশ্বকর্মা। আজ ৩১ ভাদ্র, বুধবার (১৭ সেপ্টেম্বর) শ্রী শ্রী বিশ্বকর্মা পুজো।সারাদেশে ন্যায় এবার দুপচাঁচিয়াতে শিল্প, কলকারখানা, স্বর্ণকার ও কর্মকার শিল্প সহ ১২টি মন্ডপে শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়েছে। তিনি প্রযুক্তি বিদ্যার দেবতা। উপবেদ, স্থাপত্যবেদ ও চতুঃষষ্টিকলার প্রকাশক। তিনি বিশ্বকর্মা। কথিত আছে, যুগে যুগে যতরকম সুন্দর নির্মাণশৈলী তৈরি হয়েছে, সবটাই নির্মাণ করেছেন বিশ্বকর্মা।বাংলাদেশ জুয়েলার্স সমিতি উপজেলা শাখার আয়েজনে এ পুজা করা হয়। পূর্বে বিভিন্ন পরিবারে এই পুজা অনুষ্ঠিত হত কিন্তু বর্তমানে কামার, কুমার,...