১৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:০২ এএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৩ এএম বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাব মোকাবিলায় তার সহনশীলতা বাড়াতে নতুন কর্মসূচি গ্রহণ করেছে। দেশের অর্থনৈতিক ও মানবজীবনের উপর ক্ষতি কমাতে এবং জলবায়ু ঝুঁকি থেকে রক্ষা পেতে সরকার সচেষ্ট। এই প্রয়াসের অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয় মঙ্গলবার ‘ইনক্লুসিভ বাজেটিং অ্যান্ড ফিন্যান্সিং ফর ক্লাইমেট রেজিলিয়েন্স’ (আইবিএফসিআর)-এর দ্বিতীয় পর্যায়, অর্থাৎ আইবিএফসিআর-২ কার্যক্রমের উদ্বোধন করেছে। মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে সরকারি কর্মকর্তারা জানান, আইবিএফসিআর-২ মূলত জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে শুরু হয়েছে। বৈশ্বিক উষ্ণায়নের ফলে বাংলাদেশে প্রতিবছর প্রায় ১ বিলিয়ন ডলার ক্ষতির ঝুঁকি তৈরি হচ্ছে। দেশকে এই ক্ষতি থেকে রক্ষা করতে এবং জলবায়ু পরিবর্তনের কারণে সম্ভাব্য অভিবাসন ও কৃষি উৎপাদনের ক্ষতি কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থ...