১৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৫ এএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৮ এএম বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-তে আশুলিয়ার ছয় আন্দোলনকারীকে হত্যার এবং লাশ পোড়ানোর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে মামলা চলমান। বুধবার (১৭ সেপ্টেম্বর) দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় এ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। গত বছরের ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে ছয়জন আন্দোলনকারী নিহত হন। নিহতদের লাশ পুলিশ ভ্যানে তুলে পেট্রোল ঢেলে জ্বালানো হয়। এমন বর্বরতা এক জন জীবিত থাকা সত্ত্বেও ঘটানো হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ মামলাটি গত বছরের ১১ সেপ্টেম্বর দায়ের করা হয়। মামলা প্রক্রিয়া চলাকালীন বিচারকরা সাক্ষীদের জেরা, দায়ীদের উপস্থিতি নিশ্চিত এবং প্রমাণাদি সংগ্রহের কাজ করছেন। দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয় সকাল ১১টায়। বিচারিক প্যানেলের নেতৃত্বে ছিলেন চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম...