আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপে সুপার ফোরে খেলার স্বপ্নটা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। পরের রাউন্ডে খেলতে তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা-আফগান ম্যাচের দিকে। তার আগে লাল-সবুজদের বিদায় ঠেকিয়ে সেই সমীকরণের সামনে দাঁড় করানোর নায়ক নাসুম আহমেদ। ৪ ওভারে একটি মেডেনসহ ১১ রানে ২ উইকেট শিকার করে হয়েছেন ম্যাচসেরা। শেষে নাসুমকেই জয়ের কৃতিত্ব দিলেন তানজিদ হাসান তামিম। সংযুক্ত আরব আমিরাতে মঙ্গলবার রাতে আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে গ্রুপপর্বের তৃতীয় ও শেষ ম্যাচে টসে জিতে আগে ব্যাটে নামে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৪ রানের সংগ্রহ গড়ে টিম টাইগার্স। জবাবে নেমে ২০ ওভারে ১৪৬ রানে সব উইকেট হারিয়ে থামে আফগানিস্তান। পরে তানজিদ বলেছেন, ‘নাসুম ভাই আগেও নেদারল্যান্ডস সিরিজে এসেই ম্যাচসেরা হয়েছেন। এটা অনেক দারুণ ও ইতিবাচক জিনিস বলব যে, উনি যখনই একাদশে আসেন তখনই...