দুই যাত্রী নিয়ে শ্যামলী ক্রস করার সময় মূল সড়কে ঢোকার মুখে একটি ব্যাটারিচালিত রিকশা আটকে দেয় ট্রাফিক পুলিশ। সেটিকে ফেরত পাঠানো হয়। একই অটোরিকশা আবার ঘুরে তেজগাঁও ডিসি অফিসের পেছন দিয়ে মূল সড়কে ওঠে। এরপর উল্টোপথে শিশুমেলার সামনে দিয়ে ঢুকে পড়ে। বাস ও অন্য রিকশার জটলা পেরিয়ে বাধাহীনভাবেই পৌঁছায় গন্তব্যে, আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে। সেখানে কথা হয় ওই ব্যাটারিচালিত রিকশার চালক রুহুল আমিনের সঙ্গে। তিনি থাকেন বছিলায়। প্রতিদিন যাত্রী নিয়ে দূর-দূরান্তের ট্রিপ মারেন। তিনি ঢাকা পোস্টকে বলেন, ‘আমি একলা আইন মানলে কী হবে? আইন মানতে হলে সবাইকে মানতে হবে। দূরের ভাড়ায় টাকা বেশি, রিকশাও বেশি।’ সম্প্রতি সকাল থেকে দুপুর পর্যন্ত সরেজমিনে তেজগাঁও এলাকা ঘুরে দেখা যায়, শিশুমেলা থেকে শুরু করে আগারগাঁও, এরপর আগারগাঁও থেকে উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত মূল সড়কে বাধাহীনভাবে...