নাইজেরিয়ার নাগরিক আফিজ ওয়াহাব ও ইকেচুকু এনওয়াগউ। থাকতেন ঢাকার খিলক্ষেতের নামাপাড়ায়। বিভিন্ন ক্লাবের হয়ে খেলতেন ফুটবল। এরই ফাঁকে জড়িয়ে যান মাদক পাচারের আন্তর্জাতিক চক্রে। ফুটবল খেলোয়াড় পরিচয়ের আড়ালে শুরু করেন কোকেন পাচার। দুই বছর আগে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় চার কেজি কোকেন জব্দের ঘটনার তদন্তে উঠে এসেছে এ তথ্য। কোকেন উদ্ধারের এ মামলায় গত আগস্ট মাসের শেষ দিকে আদালতে অভিযোগপত্র দিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযোগপত্রে এই দুই ফুটবলার ছাড়াও আরও দুই বিদেশি নাগরিককে আসামি করা হয়েছে। তাঁদের একজন জ্যাকব ফ্রাঙ্ক ওরফে ডন ফ্রাঙ্কি। জন লেরি নামেও পরিচিত তিনি। তাঁর বাড়ি নাইজেরিয়ার এনগু প্রদেশে। অপরজন হলেন বাহামা দ্বীপপুঞ্জের গ্র্যান্ড বাহামা দ্বীপের নাগরিক স্ট্যাশিয়া শ্যান্টিয়া রোল। তাঁর কাছ থেকেই বিমানবন্দরে কোকেন জব্দ করা হয়। চারজনের মধ্যে জ্যাকব ফ্রাঙ্ক ছাড়া অন্য...