বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত দীর্ঘদিন ধরেই আলোচনার বাইরে। তবে নানান কারণে মাঝেমধ্যেই ফিরে আসেন শিরোনামে। সম্প্রতি ফের আলোচনায় তিনি। এক সাক্ষাৎকারে জানালেন, টানা এগারো বছর ধরে তাঁকে সালমান খানের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’ থেকে প্রস্তাব দেওয়া হচ্ছে। অভিনেত্রীর দাবি, ‘প্রতিবারই বিপুল পরিমাণ পারিশ্রমিকের অফার দেয় ওরা। সর্বশেষ ১.৬৫ কোটি রুপির প্রস্তাব দিয়েছিল। এমনকি আরও বেশি দিতে পারে বলেও শোয়ের এক স্টাইলিস্ট জানিয়েছিল।’ তবে তনুশ্রী এসব প্রস্তাবে রাজি নন। তাঁর ভাষায়, ‘আমি কোনোদিন ওই ধরনের শোতে অংশ নেব না, যেখানে অচেনা নারী-পুরুষ একই বিছানায় শোয় বা একসঙ্গে থেকে ঝগড়া করে। আমার ধাতে এসব নেই।’ তনুশ্রী আরও যোগ করেন, ‘আমি আমার পরিবারের সঙ্গেও সবসময় থাকি না। আমি মনে করি,...