ঢাকা: “জাপাদ-২০২৫” নামে রাশিয়া ও বেলারুশের পাঁচ দিনব্যাপী মহড়ার যোগ দিয়েছে বাংলাদেশ ও ভারতসহ ছয়টি দেশ। এদিকে যুক্তরাষ্ট্রের সাথে ভারতের বাণিজ্যিক টানাপোড়েন চলছে। খবর আল জাজিরা।রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা তাস মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) জানিয়েছে যে, ভারতীয় সেনারা রাশিয়া-নেতৃত্বাধীন “জাপাদ-২০২৫” সামরিক মহড়ায় অংশগ্রহণ করেছে, যা মস্কো এবং দিল্লির সম্পর্কের ঘনিষ্ঠতা প্রকাশ করে। এই অংশগ্রহণ এমন এক সময়ে হয়েছে, যখন ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে বিপুল পরিমাণ শুল্ক আরোপের কারণে সংকটাপন্ন হয়ে পড়েছিল।ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, পাঁচ দিনের এই সামরিক মহড়ায় অংশগ্রহণের জন্য ৬৫ জন সেনা সদস্য পাঠানো হয়েছে, যা রাশিয়া এবং বেলারুশ যৌথভাবে পরিচালনা করছে। এটি একটি শক্তি প্রদর্শন ছিল, যার মাধ্যমে এই দুই দেশের যুদ্ধ প্রস্তুতি পরীক্ষা করা হয়েছে, বিশেষ করে কোনও আক্রমণ ঘটলে তাদের যৌথ...