জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ (১৭ সেপ্টেম্বর) বুধবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইবুনালে এই সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। পরে নাহিদ ইসলামকে জেরা করবেন শেখ হাসিনার পক্ষে নিযুক্ত আইনজীবী। এর আগে গতকাল দুপুরে ট্রাইব্যুনালে আসেন তিনি। তবে এই মামলার তারকা সাক্ষী মাহমুদুর রহমানের জেরা সম্পন্ন না হওয়ায় ফিরে যান এনসিপির নেতা নাহিদ ইসলাম। এদিন মাহমুদুর রহমানের দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ শেষে জেরা শুরু হয়। আজ দ্বিতীয় দিনের মতো...