১৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৬ এএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৬ এএম পটুয়াখালীর কলাপাড়ায় বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধের ভাঙন ক্রমশ বাড়ছে। বিরামহীন বৃষ্টি, অস্বাভাবিক জোয়ারে সৃষ্ট জলোচ্ছ্বাসে উপজেলার অন্তত পাঁচটি স্পটের সাড়ে চার কিলোমিটার বেড়িবাঁধ বিধ্বস্ত। ইতোমধ্যে রিভার সাইটসহ মূল বাঁধের ৮০ শতাংশ বিলীন হয়ে গেছে। ফলে ওইসব এলাকার মানুষ তাদের সম্পদ দূর্যোগে ঝুঁকিতে রয়েছে। যে কোন সময় জলোচ্ছ্বাসে গোটা এলাকায় প্লাবনের শঙ্কা দেখা দিয়েছে। ফলে ১২ গ্রামের কৃষক আমন ফসলহানির শঙ্কায় রয়েছেন। পানি উন্নয়ন বোর্ড এসব বেড়িবাঁধের ভাঙন ঠেকাতে জরুরি মেরামতের কাজ করলেও তা ভাঙনের তোড়ে নদীতে বিলীন হয়ে গেছে। বাংলাদেশের উপকূলীয় অঞ্চল আজ বৈশ্বিক জলবায়ু পরিবর্তনর সবচেয়ে বড় আঘাত বহন করছে। সমুদ্র পৃষ্ঠের বৃদ্ধি ঘন ঘন নিম্নচাপ ও জলোচ্ছ্বাসে উপকূলের জন্য স্থায়ী হুমকি হয়ে দাঁড়িয়েছে। সরেজমিনে গিয়ে জানা গেছে,...