১৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৭ এএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৭ এএম কিশোরগঞ্জের হোসেনপুরে ভিমরুলের কামড়ে মধ্য বয়সি এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহতের প্রতিবেশি মো: নুরুল ইসলাম ও মো: সানি জানান,দুই সন্তানের জননী গৃহবধূ হেপি আক্তার(৪৩)মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ছাগলের খাবারের জন্য গাছের পাতা সংগ্রহের উদ্দেশ্য বাড়ির পাশে^র গাছ থেকে পাতা পাড়ার সময় একঝাক ভিমরুল তাকে আক্রমন করে কামড় দেয়। এ সময় তার ডাক-চিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশিরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরন করেন। সেখানে চিকিৎসারত অবস্থায় রাত ২ টার দিকে তিনি মারা গেছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর)সকালে লাশ বাড়িতে নিয়ে আসলে তার পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত...