ভারতের সঙ্গে এশিয়া কাপে হ্যান্ডশেক বিতর্কে জর্জরিত পাকিস্তান এবার আরও বড় এক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছে। জাপান কর্তৃপক্ষ জানিয়েছে, পাকিস্তান থেকে পাঠানো একটি ভুয়া ফুটবল দলকে তারা বিমানবন্দরে আটকে দিয়ে ফেরত পাঠিয়েছে। বিষয়টি মানবপাচারের প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে, যা পাকিস্তানের জন্য আন্তর্জাতিক অঙ্গনে বড় ধরনের লজ্জার কারণ। জাপানের অভিবাসন অধিদপ্তরের কর্মকর্তারা জানান, পাকিস্তানের শিয়ালকোট থেকে রওনা হওয়া ২২ জন ব্যক্তি নিজেদেরকে ‘গোল্ডেন ফুটবল ট্রায়াল’ নামের এক দলের খেলোয়াড় হিসেবে পরিচয় দেন। এই পরিচয়েই তারা জাপানে প্রবেশের চেষ্টা করছিলেন। কিন্তু তাদের কাগজপত্র যাচাই করে দেখা যায়, সবগুলোই জাল এবং তারা কোনো স্বীকৃত ফুটবল দলের সদস্য নন। পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) জানিয়েছে, এই মানবপাচার চক্রের মূল হোতা মালিক ওয়াকাস নামে এক দালাল। তিনি প্রতিজনের কাছ থেকে প্রায় ৪০ লাখ রুপি নিয়ে তাদেরকে...