গতকাল মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে। পরে আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে অচেতন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাবাসসুম চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আকুবদন্দী শরীফপাড়া গ্রামের মোখলেসুর রহমানের মেয়ে। তিনি স্বামী মো. জামিউল হক ফারুকীর সঙ্গে কলাবাগানের ওই বাসায় ভাড়া থাকতেন। তাদের সংসারে সাত মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) নন্দন কুমার দাস জানান, প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে অচেতন অবস্থায় নিয়ে যাওয়া হয় তাবাসসুমকে। পরে ঢামেক হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। এসআই আরও জানান, প্রাথমিকভাবে পরিবারের কাছ থেকে...