আসন্ন দুর্গাপূজাকে ঘিরে এ বছর ১২০০ টন ইলিশ মাছ ভারতে রপ্তানির অনুমতি পেয়েছে ৩৭ প্রতিষ্ঠান। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দিনগত রাত দেড়টার দিকে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রথম চালান হিসেবে ৩৭ হাজার ৪৬০ কেজি (প্রায় সাড়ে ৩৭ টন) ইলিশ ভারতে পাঠানো হয়েছে। আগে ইলিশ সাধারণ রপ্তানি পণ্যের তালিকায় থাকলেও ২০১২ সালে উৎপাদন সংকট দেখিয়ে রপ্তানি বন্ধ করা হয়েছিল। তবে ২০১৯ সাল থেকে বিশেষ বিবেচনায় দুর্গাপূজার সময় ইলিশ রপ্তানির সুযোগ মেলে। রপ্তানিকারকরা জানিয়েছেন, প্রতিকেজি ইলিশের রপ্তানি মূল্য ছিল ১২ ডলার ৫০ সেন্ট (বাংলাদেশি ১৫২৫ টাকা)। সরকার ৩৭ প্রতিষ্ঠানকে ১২০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে এবং ৫ অক্টোবরের মধ্যে রপ্তানি শেষ করার নির্দেশ দিয়েছে মৎস্য অধিদপ্তর। বেনাপোল বন্দর সূত্রে জানা গেছে, প্রথম চালানে মান পরীক্ষা শেষে ছয়টি প্রতিষ্ঠানকে ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে।...