ঢাকাই চলচ্চিত্রের নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়িকা বনশ্রী মারা গেছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি হৃদরোগ, কিডনি ও একাধিক জটিল রোগে ভুগছিলেন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, “বনশ্রী আপা শেষ কিছুদিন শারীরিকভাবে খুব কষ্টে ছিলেন। আজই তাকে শিবচর পৌরসভা গোরস্থানে দাফন করা হবে।” বনশ্রী মাদারীপুর জেলার শিবচর উপজেলার মাদবরের চর ইউনিয়নের শিকদারকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। সাত বছর বয়সে পরিবারের সঙ্গে ঢাকায় চলে আসেন। ১৯৯৪ সালে ‘সোহরাব রুস্তম’ছবির মাধ্যমে ইলিয়াস কাঞ্চনের বিপরীতে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। ছবিটি বক্স অফিসে সাফল্য লাভ করলে বনশ্রী রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন। পরে তিনি মান্না, আমিন খান ও রুবেলের মতো জনপ্রিয় নায়কদের সঙ্গে...